সমকামিতা ফৌজদারি অপরাধ এই হাদিসটি বয়ান করেছেন সরকারে দায়িত্বপ্রাপ্ত একজন আল্লামা !!

ভাগ্যিস উনি বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত, ইউরোপ – আমেরিকার নন।
মাননীয় আল্লামা সাহেব, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে – বাংলাদেশে সমকামিতার অভিযোগে আজ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করেছেন?
জানি, আপনার কাছে কোন উত্তর নেই, এটুকুই বলার, আজ সামান্য সুবিধার কারনে যে অবস্থান আপনারা নেন, সেই সুবিধা নেওয়ার ফলেই বিষাক্ত শাপের ছোবলে আপনারাই সবার আগে ক্ষত – বিক্ষত হবেন, এবং দেশ চলে যাবে সেই জাহিলিয়াতের যুগে।
মাননীয়, সমকামিতা – গেলমান ব্যাপারটা কোথায় বেশি প্রচলিত ? খুঁজে কি উত্তর দিতে পারবেন? পারবেন না, কারন এটা খুঁজতে গেলে, এই ফৌজদারি বিচার করতে গেলে আপনাদের বাংলাদেশের সকল মাদ্রাশা বন্ধ করে দিতে হবে !! সেখানে ভোটের অনেক হিশেব – নিকেশ আছে।
৫ই মে হেফাজত কোন কর্মসূচী দেয়নি, এটাকে রাজনৈতিক বিজয় মনে করেন? তৃপ্তির ঢেঁকুর তুলেন !!! বিশ্বাস করেন আর না করেন এটা আপনাদের কোন রাজনৈতিক বিজয় নয়, সত্যি কথা হোল কর্মসূচী দেওয়ার মতো কোন শক্তিই হেফাজতের নেই, তবে আপনাদের আনুকূল্য পেয়ে ওরা শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে, এবং শক্তি সঞ্চয় করে প্রথম কামড় কিন্তু আপনাদেরই দেবে।
পঁচাত্তর পরবর্তী সাম্প্রদায়িকতার যে বীজ বপন হয়েছিল, সেই বীজের চারা আজ ফলবান বৃক্ষ, এই বৃক্ষের ফল নষ্ট করতে না পারলে সেই দিন আর দূরে নয় যখন বাংলাদেশ নামক দেশটাকে খুবলে খাবে জঙ্গি নামক শিয়াল – শুয়োর – শকুনেরা।
মনে করতে পাড়ি শুরুটা হয়েছিল নব্বই দশকের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৈত্রী নেতা রিমুকে হত্যার মধ্যদিয়ে, আজ পর্যন্ত সেই হত্যার শিকার জুলহাস মান্নান। মাঝখানে আছে আরও কয়েক হাজার নাম !!
রাষ্ট্রের মাথায় টুপি পড়ানো হয়ে গেছে। নতুন দাবি হয়েছে হিন্দু লেখকদের লেখা পাঠ্য পুস্তক থেকে বাদ দেওয়ার জন্য !!
পরের দাবি কি হতে পারে ভেবে দেখেছেন?
বাদ দিয়ে দিন রবীন্দ্রনাথ – বঙ্কিম – শরৎচন্দ্রকে, নিয়ে আসুন ইকবাল – ছাগলাদের।
মুছে ফেলুন – ব্রজলাল, ব্রজমোহন, দেবেন্দ্রনাথ, রাজেন্দ্রনাথ, আনন্দমহন, মদনমোহন, গুরুদয়ালের নাম।
কেন আমরা ভুলে যাই বঙ্গীয় মুসলমানেরা সকলেই ধর্মান্তরিত – কেউ লোভে, কেউ বাধ্য হয়ে।
অন্ধত্ব তার বেসি যার বিশ্বাস কম, অসতীই নিজের সতীত্ব প্রমানের চেষ্টা বেসি করে কারন নিজের সম্বন্ধে সে ভালো জানে।
এখনো হতাশায় নিমজ্জিত হতে চাই না, অন্ধকার কেটে সুন্দর সকাল আসুক সেই প্রত্যাশা করি।
মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *