সমকামিতার ধারনা প্রসার ও বাংলাদেশঃ ইসিলামি চিন্তাই একমাত্র বাঁধা

বাংলাদেশে সমকামিতার পুরো ধারনাটিকে কতটা নীচু করে দখা হয় সেটি নিজের চোখে এই সমাজ ব্যবস্থায় না দাঁড়ালে বুঝতে পারা যায়না। এখানে একই সাথে ধার্মিক আবার একই সাথে ভন্ডদের এক অপূর্ব মিলন মেলায় এমন এক স্রোত তৈরী হয়েছে যেটি বেশ একদিকে অন্ধকারাচ্ছন্ন, অন্যদিকে দূর্বিসহ।

একজন সমকামী হিসেবে বাংলাদেশ আমার জন্য এক ভয়াবহ স্থান। এই যৌন অবস্থার কথা এখানে বলাটা পাপ হিসেবে  দেখা হয়। আর এই পাপ হিসেবে দেখা হবার প্রধান সূত্র হচ্ছে ধর্ম। খুব সুনির্দিষ্ট করে বাংলাদেশের এই ক্ষেত্রে আমি বলব, সে ধর্মটি ইসলাম ধর্ম।

বাংলাদেশের যে কোনো কাজের ক্ষেত্রে ধর্ম সব সময় মুখ্য ভূমিকা পালন করেছে। সেটি হতে পারে সামাজিক বিভিন্ন মাধ্যমে, চিন্তায়, শিক্ষায়, সামরিক খাতে কিংবা যুদ্ধত্তোর পরিস্থিতিতেও। ফলে ধর্ম একটি চালকের ভূমিকায় থেকে গেছে বহু আগ থেকেই।

সমাজে যখন ধর্মের প্রভাব এত বেশী থাকে এবং এর প্রভাব পরবর্তী সকল চিন্তা ও চেতনা যখন নিয়ন্ত্রিত হয় ঐ ঘুরে ফিরে এই ধর্ম দ্বারাই তখন বুঝতে হবে সেই সমাজ হয় অনুভূতিহীন, তা না হয় বিবেকহীন মূর্খ।

সমকামিতার ধারনার প্রসারে ইসলামী বাঁধার কথাই যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে আসুন একটু কোরান থেকে দেখে নেই এখানে কি লেখা রয়েছে এই ধারনাটির উপর। কোরানে লেখা রয়েছে-

”তোমরা যিনা-ব্যভিচারের নিকটবর্তি হয়োনা। নিশ্চয় এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ।” (সূরা: বনী-ইসরাঈল:৩২)

আবার এই কোরানে বলা হয়েছে-
আর লুতকে স্মরণ করুন যখন সে তার সম্প্রদায়কে বলেছিল নিশ্চয় তোমরা একটি অশ্লীল কাজ করছ তোমরা ব্যতীত ইতিপূর্বে বিশ্বেও আর কেউ করেনি। তোমরা কি পুরুষের সাথে কামভাবপূর্ণ করছ এবং তোমারা রাস্তায় ডাকাতি কর এবং তোমাদেও বৈঠকে অবৈধ কাজ কর। (সূরা: আনকাবুত:২৮,২৯)
তাহলে দেখা যাচ্ছে, এই যে সমকামিতাকে অশ্লীল, মন্দ কিংবা খারাপ হিসেবে প্রকাশ করবার পুরো ব্যাপারটা, সেটা সম্পাদিত হয়েছে করানের মাধ্যমে। আর কোরান যে ধর্মের গ্রন্থ সেটি-ইসলাম।
সমকামিতার পুরো ব্যাপারটিতে যে বৈজ্ঞানিক ব্যখ্যা রয়েছে, একটা আবেদন রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, একটা প্রেম রয়েছে এটি ধর্মের কাছে তুচ্ছ। ধর্ম শুধু দেখে মোহাম্মদ নামের এক আজব চিড়িয়া তার কল্পিত গ্রন্থে মূলত কি বলেছে কিংবা কি বলেনি। আর এটির উপর নির্ভর করেই রচিত হয় গন মানুষের সিদ্ধান্ত কিংবা একক ব্যাক্তি বা গোষ্ঠীর সিদ্ধান্ত।
ফলে এটি বলতে দ্বিধা নেই যে, সমকামিতার ধারনা বাংলাদেশের মত একটি অনগ্রসর সমাজে সঠিক্ত তথ্যে ছড়িয়ে দেবার বড় অন্তরায় হচ্ছে ধর্ম। সুনির্দিষ্ট করে বললে, ইসলাম।

15 Responses

  1. আপনি হচ্ছেন একজন কাফের। একজন কাফের হয়ে আপনি ইস্লামের ব্যাপারে লেখেন কোন সাহসে?

  2. আল্লাহ যার উপর উপর গজব ফেলে তার কোনো ধর্ম এমনিতেই থাকেনা। জামা ছাড়া যেমন মানুষ ন্যাঙ্গটা তুই ধর্ম ছাড়াও তেমন ন্যাংটা

  3. তুই যেইটা নিয়ে বুঝস না ওইটা নিয়া লেখস কেন?

  4. নাস্তিকের বাচ্চা জারজ, ধর্ম আছে বলেই এই পৃথিবীটা আজ স্ট্যাবল। ধর্ম না থাকলে সব অশান্তিতে ভরে যেতো

  5. ইশ…কি সখরে বাবা!!! তোদেরকে যে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, এটাই তো বেশী

  6. জুগের সাথে সব কিছুই বদলায় খালি বদলায় না এই মল্লারা।এই পুরান মতোবাদ আর ছল্বে না।আম্পনি চালায় যান।

  7. i agree,there should be more discussion and a big movement is also needed for progress.

  8. ওই বেটা তুই কিসের সাথে কি মালাস ?

  9. নাস্তিক দের সমর্থন করতে যাস না,

  10. তুই ও তো একটা নাস্তিক,মাদারছদ।

  11. dont write shitty things acting o so wise and mighty.your destination is also the same

  12. তুই বিদেশে থাকবি কয় দিন আর ? দেশেতো আসতে হবে । তার পর দেখবি কি হয়। তোঁর কল্লা থাকবনা।

  13. হাউওার পোলা তোর গোষ্ঠী আগুন দিয়া জালাইয়া দিমু। খালি পাইলেই হইল।

  14. খানকির পোলা দেশে আইলে একদম ভইরা দিমু কইলাম। পালাইয়া বেড়াবি কয় বছর ?

  15. কুত্তার বাচ্চা মররনের ভয় নাই রে ? তুই মরবি খু্ভ যলদি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *